এই বয়সে হৃদয় মাঝে জাগছে কেবল ফাগুন,
তোমার বুকে ডুবলে বুঝি নিভবে মনের আগুন!
এই আগুনে ঘর পুড়ে যায় মন জ্বলে হয় কয়লা,
বুঝলে আমি পাথর বেঁধে ডুবিয়ে দিতাম পয়লা।


শৈবালিনী, আসলে পাশে- যায় হারিয়ে মনটা,
ধূসর স্মৃতি রঙিন হয়ে বাজে পাগলা ঘন্টা।
ছলাৎ ছলাৎ দুধের ফেনা উছলে ওঠে জোয়ার,
নামলে আমি ভয়টা আছে হৃদয়খানা খোয়ার।


নূপুর পায়ের, নাচন দেখে- যায় জুড়িয়ে দৃষ্টি,
বুকের গড়ন দেখলে ভাবি দেনমোহরের সৃষ্টি!
একটা হৃদয় ভাগ করেছি, ভাগ দিয়েছি কতো!
বুক পেতে নাও- ভালোবাসা, অন্য সবার মতো।


সন্ধ্যাবেলায়, চুলের সিঁথি- লাল সিঁদুরে ছাওয়া,
কর্ণফুলীর হাতের পাখায়, খাচ্ছি শীতল হাওয়া।
ঢেউ খেলে যায় শরীর জুড়ে, কী অপরূপ সৃষ্টি!
তোমার ধারে আসবে যারা, জাগবে মনে তৃষ্টি।


গড়তে পারো নতুন শহর, ভাঙতে পারো সুখও,
দুয়ের মাঝে  ঘর বেঁধেছি- নিলাম মেনে দুখও।
বুঝবে কি আর, তোমার বুকেও জলের ধারা বইছে!
আমার চোখের লোনা সাগর, একই কথা কইছে।



কর্ণফুলী, চট্টগ্রাম।