সুপ্ত ভালোবাসা // মাহদী হাসান


সোনার আধুলির মতোন
জমিয়ে রেখেছি আমার সুপ্ত ভালোবাসা
মেঘের সাথে ঈষৎ ঘর্ষণে
প্লাবিত হয় চারণ ভূমি
দোআঁশ মাটির আস্তরণে উর্বর—
আমার ভেতর, এক অন্য আমি!
তবু তুমি বুঝলে না!


অতন্দ্র প্রহরীর মতো
জেগে জেগে জাল বুনেছি স্বপ্নিল ক্যানভাসে
প্রজাপতি রঙ্গ মেখে, হাঁমাগুড়ি দিয়েছি তোমার কোমল আকাশে
তবু তুমি বুঝলে না!


ভিসুভিয়াসের লালার মতোন
অনল জ্বলিছে হৃদে
বাতায়ন মেলে সমীরণ খুঁজি
হৃদয় জুড়াবো বলে।
বয়সের ঢেউ ছড়িয়েছে দেহে
তুফান ওঠেছে মন মন্দিরে
প্রসাদ নেবে না তুমি!
বুঝলে না, তবু বুঝলে না তুমি!


আমার সুপ্ত ভালোবাসা গুপ্ত থাকে—
নিশিতের বলীর ভ্রুণ ক্ষমা করে দিও
তুমিও কী দায় নেবে না মোটেই!
বুঝলে না, তবু তুমি বুঝলে না!


২২.০৫.২০১৫ ইং, চট্টগ্রাম।