বলিষ্ঠ বাহু বন্ধনে তুলতুলে পেলব দেহ,
জড়িয়ে ধরে কাটিয়েছি কতো নির্ঘুম রজনী
তোমার গায়ে চরণ লুটায় মোর,
পদাঘাতে নিষ্পেষিত তোমার নিথর দেহ পুষ্পকলি,
নিজের কষ্ট চাপা রেখে
আমায়   করেছো সিক্ত।


তোমার কেশহীন মুণ্ডিত মস্তকে চিবুক রেখে কাটিয়েছি সুদীর্ঘ রাত,
রঙ্গিন স্বপ্নের ঘোরে,
তোমায় বিসর্জন দিতে হয়েছে সতীত্ব।


তোমায় জড়িয়ে ধরার মানে
সারা দিনের ক্লান্তি অবসাদ,
নিশ্চুপ ভালোবাসা,  অপলক দৃষ্টি
প্রভাত লগ্নে নিদ্রায় আচ্ছন্ন নয়নে দেখি,
অদ্ভুত ভঙ্গিতে পড়ে থাকা  
অত্যাচারিত, বিধ্বস্ত, নিষ্পেষিত,
তোমার প্রাণহীন নিথর দেহ।


মাহদী হাসান
বিশ্ব কলোনী, চট্টগ্রাম।