চারিদিক হতে শোর উঠিলো আল্লাহু আকবার,
খুবই চমত্‍কার।
অন্তরে বহে হীমের পরশ আসিলো-এই ডাকে,
ইথারের তালে আযান ধ্বনি পৌছিল সব বাঁকে।
মোহিনী তানের সুর ঝংকার প্রাণ করে আনচান,
এ যে নামাযের আহ্বান।
আল্লাহ বিনা মাবুদ নাইকো আর কোন ক্ষন কোন কালে,
ধ্বনিত হইলো সত্য বাক্য আযানের তালে তালে ।
কল্যান তোমা ডাকিছে সদা সুকরুণ মাখা সুরে,
শ্রবণ করেও তাহা হতে তুমি কেন হে রইলে দূরে?
দূরের বাসিন্দা কাছে ডাকিয়া করিতে চাহে যে আপন,
একই কাতারে কাঁধে কাঁধ মিলে এক হও সবজন।
"ঘুম হইতে সালাত ভালো" হাঁকিলো মুয়াজ্জিন,
সালাত কায়েম করলে সবে কায়েম হবে দ্বীন।
ক্লান্ত শ্রান্ত আছো যত হে মুসলমান,
খোদার দুয়ারের পানে হও সবে আগুয়ান।