সুখের তরে পেলুম তোমায়
দুখের তরে নহে,
ভিতরে আজ উথাল পাথাল
রক্ত গঙ্গা বহে।


অবুঝ হবার শাস্তি টুকু
পেলুম তোমার হাতে,
অবুঝ হয়ে ভাবছি আজি
লাভ হলো কী তাতে?


বিঘায় বিঘায় জমি দিলুম
শুধুই তোমার জন্যে,
ভালোবাসার মূল্য টুকু
হয় না কোনো পণ্যে।


হঠাৎ করে আসো তুমি
হঠাৎ করে যাও,
বসন্তটা এলেই বুঝি
আঁচল পেতে নাও।