তোমার প্রশস্থ বক্ষ পিঞ্জরে
জড়িয়ে ধরে আছো আমায় উষ্ণ আলিঙ্গনে,
মাতৃস্নেহ খুঁজে পাই
তোমার শুভ্র পেলব বাহু ডোরে,
হিমেল হাওয়ার তীব্র চাহনিকে বৃদ্ধাগুলি দেখিয়ে,
আমায় করেছো লালিত।
তোমার বক্ষ পিঞ্জরে পদাঘাতে চলে নিষ্পেষন
মাতৃক্রোড়ে  শুয়ে আছি অবুঝের মতোন।
   ক্লান্তিহীন নিদ্রাচ্ছন্ন অগোছালো দেহে
গভীরতর উষ্ণ আলিঙ্গনে নিদ্রাযাপন।
   শয্যা ত্যাগে আড়ঁমোড়াঁ ভেঙ্গে দীর্ঘশ্বাস,
সাগরের  ঢেউয়ের মতোন,
তোমার অগভীর ভাঁজে হাত বুলাই।
প্রশান্তিময় রাত,
অতঃপর তৃপ্তির ঢেঁকুর।


অবশেষে চেয়ে থাকি...
তোমার শান্ত জোয়ারের ঢেউয়ের মতোন,
তাল হারানো নিষ্পেষিত তনুর পানে।


ধন্যবাদ, উষ্ণময় রাত উপহার দেবার জন্যে।


14.01.2014