সেই ছোট্টবেলা থেকে তোমার সংস্পর্শ ছাড়তে পারিনি কভু!
পাহাড়-পর্বত মাঁড়িয়ে, সাগর-মহাসাগর ছাড়িয়ে,
যেখানেই যাই, যতদূরে...
তোমার কাছে যেতেই হবে।
তোমার হাতের শানিত কেঁচির নিচে, মাথা নোয়াতেই হবে।
নইলে, অসভ্য মানুষের কাঁতারে অবলীলায় হবে ঠাঁই,
আমি সভ্য মানুষ হতে চাই।


কতো রথী-মহারথী তোমার শানিত কেঁচির নিচে,
মস্তক করেছে সমর্পণ,
চুল ছিঁড়েছো তোমার মনের মতোন করে;
চিরুনীর তালে তালে, কেঁচির ধাতব স্লোগানে,
প্রাণ ফিরে পেয়েছে সভ্যতা।


উলুবনে চিরুনী অভিযানের স্বেচ্ছায় সমর্থন,
সভ্যতা দেখেনি কোনো কাল, কোনো ক্ষণে,
সরকার কিংবা বিরোধী, আস্তিক অথবা নাস্তিক,
সঁপেছি দামী মস্তক, তোমার দক্ষ করতলে,
একটু সভ্য হবো বলে।



21.01.2014