বৃষ্টির মতো কেঁদেছি আমি
শুধুই তোমার জন্য,
পাই বা না পাই তোমায়
তবুও আমি ধন্য।


বজ্রের মতো হেঁকেছি আমি
শুধুই তোমার জন্য,
পাগল কিংবা মাতাল কয়ে
করলে আমায় গন্য।


মনের বাগানে ফুটায়েছি ফুল
শুধুই তোমার জন্য,
তোমার হাতের পরশ পেয়েগো
হয়েছি কত যে বন্য।


দিবাস্বপ্নেতে কাটিয়েছি বেলা
শুধুই তোমার জন্য,
নিজেকে নিজে বিঁকিয়ে দিয়েছি
হয়েছি হাটের পন্য।


সাঁঝের বেলায় দুহাত তুলি
শুধুই তোমার জন্য,
কবিতার খাতা কলম হাতে
সেঁজেছি প্রেমিক সৈন্য।