একটি ভাষার জন্যে তাজা রক্তের নজরানা
বিশ্ব দেখেনি কোনো কাল, কোনো ক্ষনে,
পিচঢালা কালো রাজপথ,
আমার ভাইয়ের রক্ত দিয়েই রঞ্জিত করেছে সিঁদুর
রক্তের প্লাবনে হামাগুঁড়ি খেতে খেতে
শামিল হয়েছে কাঙ্ক্ষিত শহীদের কাঁতারে।


একটি ভাষার জন্যে অগ্নি স্লোগানে কেঁপেছে বিশ্ব
আমার মায়ের মুখের ভাষা, কে কেঁড়ে নিতে চায়!
রাইফেলের মুখে বুক তাঁক করেছে নির্দ্বিধায়।
বুলেটের বিপরীতে অজস্র বাক্যবাণ
রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই
টগবগে তরুন যুবার রাজপথ কাঁপানো দৃপ্ত স্লোগান।


একটি ভাষার জন্যে,
বৃক্ষ শিশুর পায়ে ঢেলেছি জল
তপ্ত দাবদাহে ঘর্মগ্রন্থি পূর্ন করে
ফলিয়েছি ফুলফল,
অমৃত পুষ্প পল্লবের ঘ্রাণে,
মাতাল হয়েছি প্রজন্মের পর প্রজন্ম।
রফিক, সালাম, বরকতের প্রাণে
পেয়েছি অ আ ক খ মাতৃভাষার ধর্ম।


একটি ভাষার জন্যে
অসংখ্য ফাগুন অপেক্ষার শেষে,
এই প্রতুষ্যে রক্তে ভেজা রঞ্জিত রাজপথে,
নগ্ন চরণে প্রভাতফেরীর নিস্তব্ধ মিছিল.......
একটি ভাষার জন্যে।