এই ধরিত্রীর মহামায়া পাশ কেটে যেতে হবে বহুদূর!
আমলনামায়  ক্ষীন পূণ্য পূঁজি
মোহের ঘোরে কতো অযুত যামিনী বাহিত করে
দোরহীন গোরে  মুনকার নাকিরের ইমতেহানের পর
কি হবে এই অধমের!
আখিরাত, পুলসিরাত আরো কতো দীর্ঘ প্রতীক্ষা!
দাঁড়িপাল্লায় কিছু ভালো কাজ লুটায়
হামাগুঁড়ি দিতে দিতে পেতে চায় জান্নাতের সুধা!    
পৃথিবীর মোহ ছাড়ে না আমায়
কিন্নরীরা পাশ কেটে যেতে যেতে
স্বর্গের স্নিগ্ধ তনুর সুভাস ছড়িয়ে যায়।
আমলের খেরোখাতা জরাজীর্ন হালতে....
দুনিয়ার বুকে থাকতে চাই,
এই তো আর কিছু দিন!