লাল রক্তের নিশান হাতে আজ
পৃথিবী কাঁপানোর কথা!
বিস্তীর্ন সবুজ ধান ক্ষেতে হাজারো স্বপ্নের আনাগোনা
সব পেছনে ফেলে নিদ্রায় আচ্ছন্ন
জড়তায় দেহ কোষ গুলো অনড় হয়ে আছে
ধূসর ক্যানভাসে আজ
পাখিরা আসে না, বসে না, গান গায় না।


অনেক রক্ত দিয়ে স্বপ্নের বীজ বুনেছিলুম
রঙ্গীন ঘুঁড়ি স্বপ্নিল সীমাহীন আকাশে উড়িয়ে ছিলুম
বাস্তব বড্ড নির্মম, স্বপ্ন স্বপ্নৈ থাকে।


মাঝে মাঝে গানের পাখি এসে গান গায়
আমার স্বপ্ন পূরণ হতে থাকে
আনন্দে আমার বুক একহাত ফুলে উঠে
ভাবতে থাকি, লাল রক্তের বিনিময় বুঝি আজ পেলুম।


গানের পাখিদের রেহাই নেই
একদল শিকারী হন্যে হয়ে খুঁজতে থাকে তাদের
এক সময় রাইফেলের বুলেটের আঘাতে
মাংসপেশি ঝাঁঝরা হয়ে যায়।
আরো রক্ত ঝরতে থাকে
আমার স্বপ্নও পূর্ন হতে হতে অপূর্ণ থেকে যায়।