১৯৭১, আমি আজো তোমায় ভুলিনি
লাখো বাঙ্গালীর আর্ত চিত্‍কার
আমি আজো শুনতে পাই
গগনের ছল ছল করা অশ্রুসিক্ত নয়ন
আমি আজো দেখতে পাই
আমি ভুলিনি, আমি ভুলিনি তোমায়।


রাইফেল হাতে বীর বাঙ্গালী যখন যুদ্ধের ময়দানে দৌড়াচ্ছিল,
সেই দৌড় আজো আমার চোখে
কাজলের মতো লেগে আছে
আকাশে শুকুনীরা যখন ডানা মেলে উড়ছিল
ত্রিশ লক্ষ শহীদ আমার চোখে ভাসছিল।        


আমি আজো বীরাঙ্গনা নারীর জরায়ুর তাজা রক্তের ঘ্রাণ পাই,
আমি আজো মেঘনার বুকে সার্থক স্বাধীনতাকে খুঁজতে
প্রাণ বাজি রেখে সাঁতরাই।