ফেলানির লাশ আজো ঝুলে আছে আমার হৃদয় ক্যানভাসে
মানবতা আজ হিজাব টেনেছে মুখে
আর্তনাদে মুখ ঢেকে, ফিসফিসিয়ে বলে, কে হাসে কে হাসে!
আমার মামুরা, আমারেই বুঝি দিলো আহা রুখে!


মাগো, আর কতো ত্যাগে মিটবে তোমার বাপের আশীর্বাদ!
তোমার কী মন নেই, শুনতে কী পাও না ফেলানির আর্তনাদ!


মাগো, তোমার বাপেরে সাবধান করো, করো হুশিয়ার বাণী,
তোমার ছেলের রক্তে ভাসবে, নানার শয়তানী।