অসীম কুয়াশা কেটে ওঠিয়াছে এক রবি,
আলোয় আলোয় ভরিয়া তুলিছে সকল নগ্ন ছবি।
সেতারের তালে, লেফট রাইট করে, এগিয়ে চলেছে তারা,
কু-সংস্কারের মুন্ডু ছিড়িবে, দেশটাকে দিবে নাড়া।
ভয়ের ঊর্ধ্বে, নিঃসংকোচে মাথা তুলে চলে ওরা,
জীবনের শত ক্লান্তিতে নহে, শক্তিতে মাথা ভরা।
সাম্যের বারতা হাতে আসিয়াছে নওজোয়ান,
ঊর্ধ্ব শিয়রে সহায় আছেন আল্লাহ মহীয়ান।
এই যুগের নব পাঞ্জেরী মোরা,
ধুয়ে মুছে ক্ষয় করে দেই সকল ভ্রান্তি গোড়া।
সময়ের সাথে যুদ্ধ করিয়া,
সকল ভ্রান্ত পেছনে ফেলিয়া,
নব চেতনার ভিত্তি গড়িয়া,
জীবন মরন খেলা খেলিয়া,
মশাল হাতে উঠিয়াছে এক রাহবার,
বজ্র কন্ঠে, নম্র কন্ঠে বলছি সবাই খবরদার।
সম্মুখে যত আসিবে কালিমা কিংবা ঝড় তুফান,
ভয় নাই ওরে, মোদের শিয়রে আল্লাহর কুরান।
অশান্ত সাগরের শান্ত মাঝি মোরা,
ভয় নাহি পাই তীক্ষ্ন, শানিত তীর ছোরা।
বাদলের দিনে কাঠ ফাঁটা রোদে ক্ষয়ে যায় সব দেহ,
পাঞ্জেরী, তোর সব অবদান, কোনকালে ভুলিবেনা কেহ।
সময়ের সাথে পা রেখে আজ উঠিয়াছি বহুদুর,
ক্রমে ক্রমে মোরা জয় করিব সত্য শঙ্খচুড়।