হে আমার কাঠের পুতুল!
আমাকে কি দিয়েছো তুমি?
বুক ভরা স্বপ্ন!
এক মুঠো অন্ন!
নাকি এক কদম চলার পাথেয়!
কিছুই দিতে পারোনি তুমি।


তোমাকে ঘরের কোণে সাজিয়ে রেখেছি,
এটুকুই পাওয়া আমার।
ধূলার আস্তরনে দিন গোনা ছাড়া,
আর কি বা আছে তোমার!


দেয়াল ঘড়ির মতো সময় দিতে পারো না!
দিন পঞ্জিকার মতো দিন তারিখের হিসেব রাখোনা!
আলো আঁধারের ফারাক বুঝোনা!
স্বপ্ন দেখার মানে বুঝোনা!


ঘরের কোণের জায়গাটুকু দখল করে,
কেনো জ্বালিয়ে মারছো আমায়?