যন্ত্রের মতো দৌড়ে চলেছি মহাকালের পিছে,
এক লোকমা অন্নের স্বাদ পেতে,
ঘড়ির কাটার সাথে পাল্লা দিচ্ছি মাইলের পর মাইল!


মহাজাগতিক শক্তি এসে,
আমার দুঃখে কাঁদবে না!
মহাসুখেও কিন্নরী বেশে
নুপূর পায়ে কোমর দোলাবে না!
নিজেকে নিজের ভেবে,
ব্যস্ত রাজপথে,
নিজেকেই করছি জলাঞ্জলি।


ভুরির টানে আজ বিবেক স্বচ্ছ অসহায়!
ভুরি ও বিবেক সমান তালে লালন করা,
আজিকার পাথুরে জীবনে ব্যস্ত রাজপথে,
বড্ড দায় ঠেঁকেছে আমার!