গভীর নিদ্রায় আচ্ছন্ন পুরো মানব জাতি!
সুশৃঙ্খলতা বলী দিয়ে, কঠিন শৃঙ্খল বেঁধেছে চরণে,
মুখোশ পরেছে তেল চিকচিকে চেহারায়,
নয়নে তুলেছে টিনের ধাতব চশমা,  
অচেতন চামড়া ঢেকেছে সভ্য আলখেল্লায়।


বাগানের পুষ্পরাজী, ভরে গেছে কাগজের ফুলে,
মৌমাছিরা ঝিমুচ্ছে ব্যস্ত অবসরে,
পুষ্পের ঘ্রাণ নাই, ঘুমায় দীর্ঘশ্বাস তুলে,
বিবেকহীন সভ্যেরা স্লোগান তুলেছে করুণ সুরে।


বিবেকহীন মানবতা কাঁধে বয়ে,
বিস্তীর্ণ দুর্গম পথ পাড়ি দিয়ে,
মুখোশে আবৃত ক্লান্ত পথিক,
শুদ্ধি স্নানের পবিত্র জল খুঁজে ফিরে,
নিষ্পাপ হতে চায় সভ্যতার ধারকেরা,
ভুলে যেতে চায় পিছনের ঘৃণ্য পদচিহ্ন,
দীর্ঘশ্বাস টেনে নিতে চায় পুষ্পের ঘ্রাণ।