কোমল  বক্ষে উতপ্ত লোহার শাবল!
প্রকৃতির নিঃশ্বাসে কার্বন ডাই অক্সাইড!
আজ তারাই শাসন করছে পুরো পৃথিবী।      


লোমকূপ ঘর্মেপূর্ন দুই উদ্ধৃত মাসলে,
দীপ্ত হস্তে ঝান্ডা তোলার খেই হাঁরিয়ে,
আজ মজলুমের কাঁতারে অবলীলায় ঠাঁই!
বাস্তবতা মেনে নিতে, খুব কষ্ট হচ্ছে।      


নরকের নিঃশ্বাস পড়েছে পৃথিবীর বুকে!  
সহ্যের বাঁধ ভেঙ্গে যায়, তপ্ত আলিঙ্গন...
ঘামের সোঁধা গন্ধে, ফুলের সুগন্ধ হারাতে বসেছি!
নিস্তব্ধ রাতে অপূর্ণ স্বপ্ন ভাঙ্গে,
তাপদাহের তীব্র শিত্‍কারের আওয়াজে।


এক চুমুক জলের খোঁজে,
শরীরের শিরা উপশিরা চির অবসরে যাবে বলে,
আমি শশব্যস্ত, লোডশেডিং এ পঞ্জিকার বাতাসে সিক্ত হই।