দুর্বার দিগ্বীজয়ী হয়ে, তৃপ্ত হয়েছে কে কবে!
তোমার আবেগের কাছে, আমার বেগ নতজানু,
হেরেছি! ইচ্ছে করেই হেরেছি!
তোমাকে জিতিয়ে, আমি দিয়েছি তৃপ্তির ঢেঁকুর।


নিষ্ফল বেগ পড়ে থাকে পরাজয়ের চাদর মুড়ে,
আবেগের কাছে বন্দি পরাজিত সৈনিক,
পিঞ্জরে বেঁধে রেখো, শত শতাব্দী ধরে।
বন্দী হতেই তো হেরেছি!
ইচ্ছে করেই হেরেছি!
তোমার ইচ্ছের কাছে, আমার ইচ্ছে যেনো বলী না যায়।


তোমার রুপার পায়েলের মতো, আমার ইচ্ছেগুলোকেও যত্নে রেখো,
পরাজয়ের তীব্র গ্লানি, হাজারো জয় ম্লান করে দেয়,
আপন চরণে নিজেই বেঁধেছি শিকল,
মনে রেখো! ইচ্ছে করেই হেরেছি!


পুনশ্চ: একটু ভালোবাসবে তো!!!