বৈশাখী! কোত্থেকে এসে গাল ভিজিয়ে দিলি,
তপ্ত দেহে মত্ত প্রেমের রঙ্গীন ঝিলিমিলি।


ঘামে নিষিক্ত তনুমনে, ফিরায়ে দিয়াছ কাম,
তোর ছোঁয়াতে, আমার আমিকে, ফের চিনিলাম।


রবি কে ফাঁকি দিয়ে, আমারে দিয়াছ সঙ্গ!
আজ আমি বুঝি, ডানা মেলা মুক্ত বিহঙ্গ!


চিত্‍কার করে কাঁদিতে শিখেছি, হাসিতে শিখিনি কভু,
ঘাত প্রতিঘাতে ক্যানভাসে আঁকা তবু।


হীম পরশে তৃপ্ত করেছো আমার তনুমন,
ক্ষনিকের তরে তুইতো আমার মধুর আপনজন।