বাবা তোমার কাঁধে চড়ে
প্রথম যে দিন ঘুরি,
মুক্ত বায়ু খোলা আকাশ
দেখি রঙ্গীন ঘুড়ি।


এটা ওটা জানতে চেয়ে
হাজার প্রশ্ন করি,
জবাব দেবার সময় দেইনি
আরেক প্রশ্ন ধরি।


তোমার কাঁধে চড়েই আমার
প্রথম হাতে খড়ি,
ঐ খানেতে বসেই আমি
বিশ্বটাকে পড়ি।


ঘোড়া হয়ে, পিঠে তুলে
চড়িয়েছিলে তুমি,
খিলখিলিয়ে হাসার পরে
দিতে আমায় চুমি।


ঘোড়া হয়ে চড়িয়েছিলে
একটু খুশির জন্য,
এবার আমি ঘোড়া হবো
করো আমায় ধন্য।