উষ্ণতায় রেহাই দিয়াছো আমার তপ্ত দুটি ঠোঁট,
রঙ্গীন করেছো আলতার রঙ্গে
চঞ্চল কোমল হাতে বোরকা বিছায়েছি সভ্যতার গায়ে!
লাজে মাথা ঠেকাই সভ্যতার চরণে!
আধো আইচক্রীম ললাটে জোটেনি আমার!
জনাকীর্ন মানুষের কাঁতারে নামতে পারোনি!
তীর্থের কাকের মতো অপেক্ষায় ছিলাম...
আধো আইচক্রীমে তৃপ্ত হবো বলে।
পানের রসে তীব্র যৌবনের আকুতি,
হোঁচট খেয়ে পড়ে টোল পরা গালে!
দুহাত দূর থেকেই স্বপ্নেরা ফিরে যায় আপন নীড়ে।