নগর পিতা নগর পিতা
বৈসা বৈসা করিস কিতা?
আমরা আছি পানির নিচে,
দিসনা কেনো পানি সিচে!
উন্নয়ণের ছাড়িস বুলি,
কথা বলিস আঙ্গুল তুলি।
আয় না ছেড়ে গদি খানি,
ডুবে ডুবে খাচ্ছি পানি।
নগর পিতা নগর পিতা
বৈসা বৈসা করিস কিতা?
ভোটের সময় দেখা দিলি,
আন্দোলনে কোথা ছিলি?
রোজৈ তো খাস গামলা ভরে,
হাফুস হুফুস ভুরি নড়ে।
আমরা আজো পানির নিচে,
পানি সেচি লুঙ্গি খিচে।
নগর পিতা নগর পিতা ,
বৈসা বৈসা করিস কিতা!