পাপের আঁধার নামলো বুঝি
তামাম জাহান কাঁদে,
আজাজিল করে উল্লাস ধ্বনি
আমরা গভীর ফাঁদে।


জিন্দিগিভর মূর্তি পূজায়
আমলনামা শূন্য,
মনের কোণে হাহাকার শুধু
অর্জিতে হবে পূণ্য।


বেচইন হৃদে দৈব বাণীর
অপেক্ষাতে থাকি,
দিশেহারা মন এভাবেই দিন
গুজরান হবে নাকী!


অজ্ঞ যুগে বসে বসে ভাবি
শেষ নবীজির কথা,
কিসরা প্রাসাদ নড়ে ওঠে সবি
ভেঙে দিলো নীরবতা।


আমিনার কোলে নূরের আলোয়
চমকে উঠিল সবি,
পুরো ঘর ভরা আলোর নাচন
এলো আমাদের নবী।