বৈশাখ এলো বলেইতো—
তোমার ঠোঁটে কালবৈশাখী ঝড় ওঠেছে,
বসন্তের ছোঁয়া এখনো লেগে আছে,
কঠিন শিৎকারে শব্দেরা বেরুতে চায় কেঁপে কেঁপে—
বারুদ ঠাসা দেয়াশলাইয়ের মতো,
সভ্যতাকে জাগিয়ে রেখেছো যুগ থেকে যুগ!
কমলা লেবু হার মেনে যায়—
নিটোল ঠোঁট, আঘাত হানে আমার হৃদে আনমনে,
ঘুমের ঘোরে স্বপ্ন ভাঙ্গে স্বপ্নদোষে
নিস্তেজতায় সব হারালো—
ঠোঁটের গায়ে আলতো করে শরাব রেখে,
স্মরণ করি, নিকোটিনে ঝলসে যাওয়া স্মৃতির পাতা।
কাব্য হারায়, ছন্দ হারায়
সুর তাল লয় নিখোঁজ প্রায়,
তোমার ঠোঁটের কোণেই বুঝি
—মহাকাব্যের বসবাস।
সুরেরা এখানে এসে থমকে দাঁড়ায়,
নুয়ে পড়ে চিহ্ন একে দেয় আলতো ছোঁয়ায়,
আমার লালায় নিষিক্ত কাব্যের ভ্রুণ,
মহাকাব্য হয়ে ফুটে ওঠে শিকুর নিটোল চঞ্চুতে।