সখী, প্রেমের আগ্রহটা হারিয়ে ফেলছি দিনের পর দিন!
চোখের আলোয় আজ ঝাপসা কালের খেয়া,
ওপারের ডাকে শিহরিত হই-রাতের শেষ ভাগে,
গাল বেয়ে নেমে আসে নোনাজল!
মুছতে গিয়ে নিজের প্রতিবিম্ব দেখে নিজেই অবাক হই!
তারুণ্য যেখানে খেলে যায়, শরীরের প্রত্যেকটি ভাঁজে,
কিন্তু এই তারুণ্যে কিছু শাদা চিহ্ন এসে—
আজকাল খুবই ভাবিয়ে তুলছে আমায়!
ক্ষমা করে দিও সখী!
আজ রাত তোমার ছুটি
আমাকে যেতে হবে অনেক দূর
ঠিক আরশের কাছাকাছি
একটু হিসেব বাকী আছে, সারতে হবে দ্রুতই।