প্রিয়ে,
গতকাল কাঁচা আমের ভাগ  দিইনি বলে
শাপের ঘাঁয়ে চর্বিত গন্দমেরা
বেরিয়ে পড়লো হুঁড়মুড়িয়ে
কলহাস্যে থেমে থাকেনি তোমার তর্জনী আর বৃদ্ধাঙ্গুলি!
এক চিমটি লবণ, মুঠোভরা   চিনির প্রলেপ মাখানো শাশ্বত ভালোবাসায়—
প্রাণচঞ্চলতা ফিরে আসে আমার।


আমি আবারো কাঁচা আম খেতে চাই—
ঠিক গতকালের মতোই।