কালো হরফগুলো দোলা লাগালো মনে,
বেগুনী স্বপ্ন, একহাত দূর থেকেই স্বপ্ন দেখায়!
মিষ্টি সুরত কালো হরিণ চোখে,
দোস্তী রথের সহযাত্রী বেশে,
চোখাচোখির নিত্য আয়োজনে,
তপ্ত খামে তৃপ্ত শিহরণে!

ডাগর দুটি নয়ন মেলে দেখা!
টোল পরা গাল, মুচকি মেরে হাসা!
লাজে বুঝি পরাণ আমার যায়!
  দোস্ত তুই যেথায় আছিস থাক,
   ছুটি গুলো একে একে  যাক বহুদূর যাক!