যে দিন তুমি আমাকে হারাবে,
সেদিন ই আমি জিতবো!
শিকল দিয়ে বেঁধে যখন খিলখিলিয়ে হাসবে!
তখন'ই পাবো মুক্তির অমিয় স্বাদ।
রক্ত দিয়েই সিঁথির সিদুর রাঁঙ্গাবো,
তোমাকে জিতিয়েই পরাবো বিজয়মাল্য!
তোমার খুশিতে তৃপ্ত পরাজিত সৈনিক আমি!
কাল বৈশাখীর মাতম তান্ডবে,
বুক ফুলিয়ে দাঁড়িয়ে,
উপেক্ষা আর অপেক্ষায়, বসন্ত বরণে ব্যস্ত কাঙাল!
জয় পরাজয়ের দ্বিঘাত সমীকরণ,
  রেখে দিলুম তোমার জন্যে,
হিসেব কষে  কাঁদবে না কিন্তু! একদম কাঁদবে না!
তোমার হাসির জন্যেই কতো বসন্ত প্রতীক্ষা!!!


5.8.2014