আগের মতো একতারাতে সুর ওঠে না আর!
এপার আমি ওপার তুমি, বিশাল পারাবার।


ব্যবচ্ছেদের কিচ্ছা যতো, আপন মনে বলি,
শিরায় শিরায় হীম প্রদাহ, ঝরছে শুধু কলি।


মোমের মতো মনখানা মোর, পাষাণ মরুভুমি,
লয় ছাড়াগো সুর বেঁধেছি, হারিয়ে গেলে তুমি!


ফুলের বাহার করবো কি আর, যদি না পাই মধু,
আঁধার ঘরের প্রদীপ তুমি, লক্ষী সোনা বধূ।
  
দুচোখ বুজে দেখি যাহা, দুচোখ খুলে তাও,
অঝোর ধারার শ্রাবণ হয়ে, তৃপ্ত করে যাও।

ব্যবচ্ছেদের গল্পগুলো, হবে নাতো শেষ,
আজো আমার প্রাণে দোলে, তোমার সরব রেশ।