জুতার তীব্র ঘর্ষণে জেগে ওঠে হৃদকম্প!
ষষ্ঠাঙ্গ কেঁপে ওঠে আকর্ষিত বিকর্ষণে!
ব্যস্ত ক্যানভাসে ফোটে মেরুন রঙের হিজাব!
দ্বিঘাত সমীকরণের মতোই,
বুকে আঁচড় কাটে তোমার পদযুগল!!
জুতার ক্ষয়ে, ক্ষয় হয় সভ্যতা;
আমি সভ্যতার প্রচন্ড পূজারী!
পূজো দিতে এসো, প্রসাদ হাতে বসে আছি, সেই কবে থেকে!!!


August 26, 2014 at 9:16pm ·