একটু ফ্যানের বাতাস পাবো বলে,
দিন রাত কতো প্রতীক্ষা!
জাহান্নামের নিশ্বাসে ভিজে একাকার আমার ছোট্ট নীল রুমাল!
লোনা জলে স্নান সেরেছি আজ!
রাজ্যের সব জড়তা এসে ভিড় করেছে বুক পকেটে
একটু ফ্যানের বাতাস পাবো বলে,
তীর্থের কাকের মতো চেয়ে আছি অনন্তকাল ফ্যানের দিকে!
একটা ক্ষীণ বাতাস এসে লোভ দেখায়!
পাহাড়ে বাতাস খেলে আপন মনে,
অজানা এক শক্তি আঁকড়ে রেখেছে বদ্ধ ঘরের নরম জাজিমে।
.....................................................


Expenditure
Mahdi Hasan


The fan is overworked
Anticipation a little breeze day and night!
The little blue handkerchief is wet with the sins!
Had a bath in the Babylon River!
Yet feel dirty.
Looking forward at the fan for a little breeze,
like a crow at the sad side of eternity!
The wind shows a little hope and I feel the optimism Wind goes round the hilltops;
the soul has grasped the mystic power from the unknown.


October 4, 2014 at 9:40am ·