ত্যাগের মিছিলে গোটা উম্মাহ এক বিন্দুতে মিলিত।
অসভ্য যুগে পশুত্ব হোক চিরতরে বিলীন।
লোক দেখিয়ে লাভ কী!
মনের পশু যদি মনেই থেকে যায়,
অর্থ ব্যয়ে অহং কিনে মিথ্যা পূণ্য সঞ্চয়!
ধিক! তাদের জীব হত্যার ন্যাংটো মিছিল!
রক্তের প্লাবন, গোস্তের স্তুপ, চামড়ার রং,
আরশে মোয়াল্লা তক পৌঁছে না।
তাকওয়ার লেবেল সাঁটানো দীপ্ত ঈমানের নজরানা চাহেন তিনি।
দৃঢ় ইমতেহানের কাছে আমরা পরাস্ত!
ইব্রাহীমকে দিতে হয়েছে ত্যাগের ঈমান দীপ্ত প্রমাণ।
আমরাতো নস্যি, দস্যি!
ধূম উড়ানো গোস্তের পেয়ালা নিয়ে হাজির হই স্রষ্টার দুয়ারে!
হায়রে ত্যাগ! তুষ্টের বরণ ডালায় পঁচা খুশবু।
ত্যাগ দেখে, মহাত্যাগী হাসে লজ্জায়!
এসো, মহাত্যাগীর কাতার বন্দী হই।