আজো বুকের ভাঁজে তোমার পরশ লুকিয়ে আছে,
শীতল আভা উষ্ণ ছোঁয়া গভীর আলিঙ্গনে
মুক্ত শ্বশান ধূপ উড়িয়ে পাগলা মাহুত বেশে,
নীলাম্বরের শির নোয়ানো মান্যবরের মতো
গভীর ব্যাথায় কঁকিয়ে উঠি, আঘাতপ্রাপ্ত বলে!
লুপ্ত যতো প্রজাতিরা আমার চরণ পাশে,
দস্যি আমি অমোঘ জলে ডুব সাঁতারে,
সিদ্ধ জলে পাষাণ হৃদয় খেলছে জলের কেলি!
আমার খবর যেমন তেমন
ঠিক আগের মতোন স্বপ্ন সূঁতোর টানে!
আগের মতোই একলা নাটাই হাতে।


October 18, 2014 at 7:41am ·