প্রশ্নবোধক চিহ্নের আঘাতে তোমার ঘুম ভাঙ্গলো,
ঘুম ভাঙ্গাতে পেরেইতো প্রশ্নবোধকেরা,
বিস্ময়বোধকে পরিণত হলো!
আমিতো বরাবরই সুন্দরের পূজারী!
জটিল প্রশ্নবোধকও তুঁড়ি খেয়ে পাল্টায় বিস্ময়বোধকে,
মিথ্যার প্লাবন যেখানে থমকে দাঁড়ায়,
সেখান থেকেই আমার পথ চলা শুরু।
একটা গোপন বায়বীয় শিহরণে
উন্মাতাল ছন্দে কাঁপিয়ে তুলি আপন ভূবন!
খেয়াল রেখো...
জটিল প্রশ্নবোধকের করাঘাতে যেনো ফুলস্টপ পড়ে না যায়।


October 30, 2014 at 7:07pm.