শীতের সকালে কুয়াশা ঝরে
মুক্তোদানার মতো,
ঘাসের ডগায় বিন্দু বিন্দু
কুয়াশা বসেছে শতো।


নগ্ন পায়ে কুয়াশার সাথে
আনমনে খেলা করি,
বন্ধুর মতো আমার চরণে
মুক্তো দিয়েছে ভরি।


রবির কিরণে মুক্তোদানারা
চিকচিক করে জ্বলে,
প্রখর তাপে কুয়াশা কণারা
যাই যাই শুধু বলে।


কুয়াশা বলে, " কাল হবে দেখা
আজ তবে ফিরে যাই ,
তোমার চরণে মুক্তোদানায়
ভিজিয়ে দিতে চাই।


#আগামীদের আসর, দৈনিক আজাদী (২/১১/২০১৪ তে প্রকাশিত) ।