শিশির ভেজা ঘাসের ডগায়
মিষ্টি রোদের খেলা,
উঠোন জুড়ে রসের হাঁড়ি
নানান পিঠার মেলা।


সরষে ফুলের বাড়ি এসে
মৌমাছি গান গায়,
চাদর গায়ে হীম প্রবাহে
গাছিরা গাছ বায়।


শীতের বুড়ী কাছে এসে
আপন করতে চায়,
দস্যি আমি আপন ভোলা
নাচি উদোম গায়।


মায়ের হাতের পায়েস আহা
লেগে আছে ঠোঁটে,
মাইট ভাঙ্গার লঞ্চটি ধরো
যদি সময় জোটে।


#১৬.১১.২০১৪ ইং, দৈনিক আজাদী পত্রিকার আগামীদের আসর বিভাগে প্রকাশিত—
একটি শিশুতোষ ছড়া কবিতা।