শিশির বসেছে দূর্বাঘাসে!
চাদরে মোড়ানো আনমনা রঙ্গীন কামনা,
মিশে আছে খেজুরের নির্যাসে!
   সর্ষেফুলে  শিশির বসেছে সোনামুখী সুঁই হয়ে!
রবির কিরণে  আড়মোড়া ভাঙ্গে ভেজা শিউলী,
  কাগজের তরী চুপসে গেছে হীম প্রবাহে,
  চরণ তলে শুকনো পাতা নূপুর হয়ে বাজে,
মিষ্টি রোদ, অষ্টাদশী কিন্নরীর মতো প্লাবন জাগায়!
  ভূষণ হারায়, লেপের উষ্ণ ছোঁয়ায়,
ঘর্ম স্নানে মাতাল তৃপ্ত এই আমি
কুয়াশা পরাজিত, পৌরষত্ব্যের করাঘাতে।