বাংলা ভাষার জন্য যারা
দিয়ে গেছে প্রাণ,
সেই ভাষাতে মিশে আছে
রক্ত মাখা ঘ্রাণ।


এই ভাষাতে কথা বলে
শান্তি বুকে পাই,
লয়ের সাথে তাল মিলিয়ে
বাংলার গান গাই।


বাংলা আমার মাতৃভাষা
বাংলা মনের কথা,
এই ভাষাতেই কেঁদে কেঁদে
জানাই মনের ব্যাথা।


এই ভাষাতেই ছন্দ তুলি
কিংবা ছড়া গানে,
গানের পাখি সুর তুলে যায়
মধুর কলতানে।


#৩০/১১/২০১৪ ইং দৈনিক আজাদী তে প্রকাশিত একটি শিশুতোষ ছড়া কবিতা।