এক অদ্ভুত সংশয়ে বেড়ে ওঠছি আমরা—
আমার চোখের এক ইঞ্চি দূরেই শিকারীর তীক্ষ্ণ ফলা,
শান দেয়া ফলার নখাগ্র, দর্শণে সংশয় আমি
আমার কবিতা আমাকেই কুঁড়ে কুঁড়ে খাচ্ছে
আমার সংস্কৃতি , আমার তৈরী করা ধর্ম
প্রস্তর গাঁথা বিশাল দালান
মোজাইক করা মসজিদের কারুশিল্প
স্পাইক করা চুলের বাহার,
দ্রব্যমূল্যের মাথাচাঁড়া,
রাজনীতির কলুষতা,
সবুজ রং হতে ফিকে যাওয়া গাছের পাতারা
চোখ বড় করে নিঃশ্বাস ফেলছে,
ঘাড়ের এক ইঞ্চি দূরেই।


এক অদ্ভুত সংশয়ে বেড়ে ওঠছি আমরা
বুড়িগঙ্গার দূষিত কালোপানিগুলো
হাঁ করে তাঁকিয়ে আছে আমাদের দিকে,
অগ্নিদগ্ধের কান্নায় আমরা ভেসে যাবো
অনিশ্চিত ভবিষ্যতের দিকে।
শান দেয়া দাঁড়িতে হাত বুলাতে বুলাতে
ধর্মের নামে অধর্মকে বরণ করে
শুভ্র পোশাকের ভেতর, নারকীয় ফুলকি,
দাউ দাউ করে জ্বলে ওঠে সব কিছুতে।
চারিদিক থেকে আসা, অসহায় আর্তচিৎকারের ধ্বনি—
মিছিলের ন্যায় শোনা যায়,
এক অদ্ভুত সংশয়ে বেড়ে ওঠছি আমরা সবাই।


২৯.০৫.২০১০ইং, চট্টগ্রাম।