লুঙ্গীটা ঘুছিয়ে
ভূরিটাকে উঁচিয়ে
লিড দেয় হাসানে,
মনে আশা পুষে রেখে
কুমড়ার রং মেখে
তেল দেয় পাষাণে।
ঘণ্টায় চার বার
উঁকি মারে, দরবার
হাজিরাতে প্রাণ যায়,
দল ছেড়ে দলকানা
পাঁচে পাঁচে দেয় হানা
অবশেষে হায় হায়।
মাথা বেঁচে বার জন
ঘামিয়ে তাহার মন
পায় যদি সরকারি চাকুরে,
মালাখানি বৃথা যাবে
জুতাখানি খসে যাবে
অযথাই টাইম লস বাবুরে।
লিডারের কারিকুরি
দেখে লাগে সুড়সুড়ি
ক্ষ্যামা দে ক্ষ্যামা দে হাসু ভাই,
বলি তোরে কানে কানে
আড্ডার মাঝখানে
তোকে যেনো অলওয়েজ পাই।


(বড় ভাই + দোস্ত = হাসান ভাই এর সাম্প্রতিক হাল হাকিকত নিয়ে একখান ননসেন্স রাইম।)


মে ০১, ২০১৫ইং।