হাফসা নামের দুষ্ট মেয়ে
পড়তো আপন মনে,
পড়ালেখায় থাকতো ডুবে
সকাল সন্ধ্যা ক্ষণে।


গণিতটা সে ভালোই করে
ইংরেজীতে ভুল,
বাংলাতে তার লঙ্কা কাণ্ড
অংকনে মশগুল।


ঢংয়ের সাজে চশমাটা তার
আটকে থাকে নাকে,
পরীক্ষাটা এলেই তবে
অসুখ অসুখ হাঁকে।


বাবা মায়ের ভীষণ প্রিয়
ভাইয়ের যমদূত,
চমকে ওঠে হঠাৎ করে
দেখে যদি ভূত।


জুলাই ০৩, ২০১৫ইং।