জোনাকিরা ছুটে চলছে তীব্র ক্ষুধাতুর ভঙ্গিতে!
সাহিত্য রসে ভাসতে চায়, অজানা গন্তব্য পথে
ক্যানভাসে শব্দেরা খেলে যায় আলোর গতিতে;
আজ তরুণ যুবার শত মহাআলিঙ্গন, জোনাকি রথে।
জোনাকির আলোয় শব্দেরা পেলো মুক্তির স্বাদ!
এখানে এসে থমকে দাঁড়ায় ক্লান্তি অবসাদ।
জোনাকির আলোয় হার মানুক পূর্ণ চাঁদের কলা!
কৃতির আড়ালে সংখ্যারা মুছে যাবে কালের গর্ভে,
সোনালি ক্যানভাসে খোদাই রবে জোনাকির পথচলা,
তারুণ্য জাগুক, শতশতবার মাইলফলকের গর্বে।


সাপ্তাহিক জোনাকমেলা সাহিত্য আসরের ১০০তম আসর উপলক্ষে রচিত।


আগস্ট ০৬, ২০১৫ইং।