ঘুমে যখন বিশ্ব ভুবন
খোকন লাফায় খাটে,
ঘুমের ঘোরে আমি তখন
স্বপ্নপুরীর মাঠে।


আমি ওঠার অনেক আগে
খোকন সোনা ওঠে,
হরেক রকম শব্দমালায়
এদিক ওদিক ছোটে।


সূর্য যখন পূর্বাকাশে
মিটমিটিয়ে হাসে,
তখন আমি আলসে কেটে
হাটি দূর্বাঘাসে।


খোকন সোনা আমার কোলেই
জগৎটাকে দেখে,
মুখ ভেঙ্গিয়ে নিত্য নতুন
ভেংচি কাটা শেখে।


দৈনিক আজাদী'তে আগামীদের আসর বিভাগে প্রকাশিত ১৫/১১/২০১৫ইং।