যুদ্ধ থেকে ফিরে


মোঃ মেহেদী হাসান


বাংলাদেশকে রক্ষা করতে গিয়ে ভাইয়ের  আমার,
গুলি লেগেছে বুকে হয়েছে সে শহিদ।
যুদ্ধ শেষে দেশ হয়েছে স্বাধীন কিন্তুু আমার,
ভাই এর দেখা হলোনা স্বাধীনদেশ দেখবার ।
কতো সপ্ন ছিলো ভাই এর মনে দেশ স্বাধীন হলে,  তিনি লাল সবুজের পতাকায় হাতে নিয়ে ঘুরবে সাড়া গাঁও ।
স্বাধীনতার গান গাইবে তিনি মন প্রান উজাড় করে, বাংলা ভাষায় সবাই শুনবে মধূর শুরে বাংলা ভাষায় গান।
আকাশ বাতাশ ও প্রকৃতি যেন গাই তাহার সাথে, বাংলা ভাষায় গান এই আশা গুলি হলো যে তাঁর বরবাদ।
ছেলের মূখে শুনবে তিনি জয় বাংলা জয় বাংলা এর, ষোল গান ছেলের মুখে হাসি ফুটাইবে তিনি যুদ্ধ থেকে ফিরে এসে।