বন্দুক যুদ্ধ
মোঃ মেহেদী হাসান


১৯৭১ সালে যখন মুক্তি যুদ্ধ শুরু হয়েছিল তখন তরুণ,
তরুণী হাতে থাকা কলম ছেড়ে দিয়ে বন্দুক নিয়ে ছিল।
কারন এই সোনার বাংলা দেশ কে পাকিস্তানি,
রাজাকার দের হাত থেকে রক্ষা করবে বলে।
তখন কার সময় এই দেশের খেটে খাওয়া মানুষের উপর, অত্যচার জুলুম নির্জতন হয়েছিল তার  প্রতিবাদ করার জন্য হাতে বন্দুক নিয়ে ছিল।
পাকিস্তান হানাদার বাহিনী বাঙালি জাতি কে খাদ্য,
বস্র দিতো না তার প্রতিবাদ করার জন্য বন্দুক নিয়ে ছিল।
পাকিস্তানি হানাদার বাহিনী অন্যায় অত্যাচারের হাত থেকে, বাচ্চার জন্য কতো মানুষ বন্দুক নিয়ে যুদ্ধ ট্রেনিং দিয়ে ছিল।