বট গাছ তুই দাড়িয়ে আছিস


মোঃ মেহেদী হাসান


বট গাছ তুই দাড়িয়ে আছিস এক পায়ে দীর্ঘ বছর ধরে আমতলী,
কেন্দ্রিয় জামে মসজিদের ঈদগাহ এর ঘাটলার পাশে।
তোর ছাড়ানো ছিটানো ডাল গুলো চতুর দিকে মেলে রয়েছে,
তার উপারে বসে নানা রকমের পাখি এবং মধূর শুরে ডাকে।
প্রচন্ড রদ্রু যখন উঠে তখন তোর ডালের নিচে পরে কি সুন্দর,
ছায়া সেই ছায়ার নিচে বসে গল্প করে দেশ বিদেশী পথিক।
দুপুর গড়িয়ে যখন বিকেল হয়ে যায় তার পড়  দক্ষিণ দিক দিয়ে প্রচন্ড বাঁতাশ আসে এবং,
ঈদগাহ এর ঘাটলার ব্যাঞ্চে বসে কেউ গল্প করে এমনকি কেউ ব্যাঞ্চে হ্যালান দিয়ে ঘুমায় ।
ঈদগাহ এর ঘটলার সামনে বিশাল একটি নদী সেই নদীতে,
গোসল করে অনেকে এবং অযু করে নামাজ আদায় করে।
নদীতে রয়েছে বড় বড় নানা রকমের মাছ সেই মাছ যখন ধরতে,
আসেন দেশ বিদেশী পরজার্টক টিকিট এর মাধ্যমে হয় মাছ ধরার পাল্লা।
রচনা কালঃ ১২/১১/২০২০