স্বাধীন দেশ


মোঃমেহেদী হাসান
স্বাধীন দেশে বাস করে আমি বলতে,
পাড়ি না মন প্রাণ উজাড় করে সত্যকথা।
এ কেমন স্বাধীন দেশ যেই দেশে সত্যকথা,
বলতে গেলে মানুষের নিকট হতে হয় পাগল।
সত্যকথা বলার জন্য আজ আমি মানুষের,
কাছে হই লাঞ্ছিত বঞ্চিত এবং খেতে হয় মাড়।
এজন্য জাতিরপিতা  বঙ্গবন্ধু শেখ,
মজিবুর রহমান দেশ স্বাধীন করে গেছেন।  
যেই দেশে সার্থের জন্য একে ও অন্যর উপরে,
করা হয় জুলুম অত্যাচার ও নির্যাতন।
তাহলে ৩০ লক্ষ মানুষের জীবনের বিনিময়,
স্বাধীনতা অর্জন করার কী দরকার ছিলো।