একুশে ফেব্রুআরি


মোঃ মেহেদী হাসান


একুশে ফেব্রুআরি একুশ তারিখ সকাল,
বেলা উঠে খালি পায়ে চলে যাই শহিদ মিনারে।
শহিদ মিনারে গিয়ে আমি স্মরণ করি আমার প্রিয়,
ভাইদের কে যাদের উচিলায় পেলাম মোড়া মাতৃভাষা বাংলা।
তাদের স্মরণে আমরা সবাই মিলে মিশে,
ফুলের তোরা দিয়ে সন্মান প্রদর্শন করি।
মসজিদের ইমাম সাহেব এসে
তাদের স্মরণে ওয়াজ মাহফিলে মোনাজাতে,
শহিদের জন্য দোয়া ও রুহুর আত্মার মাগফিরাত কামনা করে।
এমনকি বাংলা দেশের প্রত্যেকটি মানুষ তাদের,
স্মরণ করে দোয়া এবং দান শদকা করে থাকেন।