হে স্বাধীনতা
মোঃ মেহেদী হাসান
হে স্বাধীনতা তুমি আসছ,
বলে আজ গাছের ডালে ডালে কুকিল সুমধুর কন্ঠে গান গেয়ে বেড়াচ্ছে।
হে স্বাধীনতা তুমি আসছ,
বলে আজ কৃষক মনের আনন্দে মাঠে ধান রোপণ করছে।
হে স্বাধীনতা তুমি আসছ,
বলে আজ রাখালরা নিজ কন্ঠে শুরে শুরে বাঁশি বাজাচ্ছে।
হে স্বাধীনতা তুমি আসছ,
বলে কতো মানুষ পাকিস্তান রাজাকার এর নির্জতন থেকে মুক্তি পেয়েছে।
হে স্বাধীনতা তুমি আসছ,
বলে আজ বাঙালিরা তার নিজ নিজ উৎসব পালন করতে পারাচ্ছে।
হে স্বাধীনতা তুমি আসছ,
বলে বাঙালি যাতি তার মাতৃভাষায় কথা বলতে পারাচ্ছে।
হে স্বাধীনতা তুমি আসছ,
বলে কতো প্রেমিক প্রেমিকা তার নিজ ভালোবাসার মানুষকে আপন করে পাচ্ছে।
হে স্বাধীনতা তুমি আসছ,
বলে কতো কবিগণ তার লেখা কবিতা প্রকাশ করতে পারাচ্ছে।
হে স্বাধীনতা তুমি আসছ,
বলে আজ শিল্পী গান নিজ গলায় সুমধুর কন্ঠে গান গেয়ে বেড়াচ্ছে।
হে স্বাধীনতা তুমি আসছ,
বলে আজ কতো মা তার ছোট শিশুকে নিয়ে ঘুরতে পারাচ্ছে।